স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রাতে মাঠে নামছে দুই জায়ান্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রাতে মাঠে নামছে দুই জায়ান্ট, রিয়াল মাদ্রিদের মুখোমুখি অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা।
প্রথম সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনাল নিশ্চত করে রিয়াল। আর অ্যাটলেটিকোকে হারিয়ে শিরোপার মঞ্চ পা রাখে বিলবাও। যাদের সামনে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। বার্সেলোনাকে হারিয়ে শেষ আসরে শিরোপা ঘরে তোলে অ্যাথলেটিক বিলবাও। ছন্দ ধরে রেখে আরও একবার ট্রফি জিততে চায় তারা। অন্যদিকে, সময়ের সেরা ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। বেনজেমা-ভিনিসিয়াসদের দুর্দান্ত পাফরম্যান্সে লিগেও দাপট দেখাচ্ছ গ্যালাক্টিকোরা। তাই আত্মবিশ্বাসী হয়েই সুপার কাপের ফাইনালে নামবে রিয়াল। বিলবাওকে হারিয়ে এক মৌসুম পর শিরোপা জিততে মরিয়াল আনচেলত্তির দল।