স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা

- আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫০৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগার বিগ ম্যাচে রাতে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। আর সিরি আয় রাত পৌনে ১টায় ইন্টার মিলানকে আতিথ্য দেবে সাসৌলো।
আসরে মাঠে লড়াইয়ে ধুকছে বার্সেলোনা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করেছে দলটি। এমন অবস্থায় ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকোর আতিথ্য নেবে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে ৩-০ গোলে হেরে চাপে কাতালানরা। অ্যাটলেটিকোর বিপক্ষেও পিছিয়ে কোম্যানের দল। শেষ তিন ম্যাচে জয়হীন বার্সা। ইনজুরি সমস্যায় জর্জরীত কাতালান শিবির। ব্র্যাথওয়েট ও দেম্বেলের সঙ্গে ইয়ংস্টার পেদ্রিও পায়ের ইনজুরিতে থাকতে হবে সাইডলাইনে। তবে, আশার কথা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরে উঠেছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে আসরের শুরুটা ভালোই করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে রোজি ব্লাঙ্কোরা।