স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫০১ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় কাতালানদের প্রতিপক্ষ মায়োর্কা।
নতুন বছর প্রথমবার মাঠে নামছে বার্সা। তাই জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় জাভি শিষ্যরা। যদিও মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ-সেভিয়া যেখানে শিরোপার রেসে, সেখানে মাঠের লড়াইয়ে ধুঁকছে কাতালানরা। ১৮ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৮ পয়েন্ট কম। মায়োর্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান বার্সার পক্ষে। বার্সেলোনার ১২ জয়ের বিপরীতে মায়োর্কা জিতেছে মাত্র ২ ম্যাচে।