স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৮২০ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে লস ব্লাংকোসরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। চতুর্থ মিনিটে গোল করেন দলের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। তিন মিনিট পরেই সমতায় ফেরে ওসাসুনা। ম্যাচের ১৮ মিনিটে ড্যানি কার্ভাহালের গোলে আবার লিড পায় রিয়াল। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১ মিনিটে স্কোর শিটে নাম লেখান রিয়াল তারকা ব্রাহিম দিয়াজ। ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল। আর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়াস। এরপর যোগ করা সময়ে ইনিগো মুঞ্জের গোলে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে ওসাসুনা।