স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাংকোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্নক রিয়াল। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমন চালায় রিয়াল কার্লো আনচেলোত্তির শীষ্যরা। তবে গোল রক্ষকের কল্যানে বার বার রক্ষ্যা পায় লাস পালমাস। প্রথামার্ধের যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের গোলে লিড পায় রিয়াল। ফলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাংকোসরা। দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর ক্রসে হেড করে ব্যবধান বাড়ান জোসেলু। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে লস ব্লাংকোসরা।