স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বসেছে আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনের চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌর সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এই সভা ডাকা হয়েছে।
বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে এই সভা বসে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সভায় উপস্থিত হয়েছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। তৃণমূল থেকে পাঠানো প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই করে বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত চূড়ান্ত দেবেন সভাপতি শেখ হাসিনা। বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ও নির্বাচনী সহিংসতা এড়াতে আবারও তৃণমুলের নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় নেতাদেরও এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও নজরদারী বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।