স্থবির জনজীবন, প্রকৃতি মেলে ধরেছে তার নিজস্ব রূপ

- আপডেট সময় : ০২:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনায় যখন স্থবির জনজীবন, তখন প্রকৃতি মেলে ধরেছে তার নিজস্ব রূপ। গ্রীষ্মের খরতাপেও সৌন্দর্য ছড়াচ্ছে নানা প্রজাতির ফুল। বৈশাখী বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে গাছগাছালিও। তাই প্রকৃতিজুড়ে নতুন আবাহন দেখছেন নিঃস্বর্গপ্রেমীরা। বলছেন, দূষণের কবল থেকে রেহাই পেয়ে মাসখানেকেই সতেজ হয়ে উঠেছে চারপাশ।
ঝরাপাতার শোক কাটিয়ে উঠেছে সবুজে ভরে উঠেছে গাছগাছালি। মৃদু হাওয়ায় তাতে দোল খাচ্ছে কচি পাতা। শুধু কি তাই…বৈশাখে রোদ-বৃষ্টির লুকোচুরিতে ডগা ফুঁড়ে বেরিয়েছে ফুলের দল। শাখায় শাখায় খুনশুটিতে ব্যস্ত পাখিরা। বসে নেই ভ্রমরের দলও। রাজশাহী নগরীর সড়কদ্বীপগুলোর শোভা বাড়িয়েছে সুর্যমুখী ও কাঠকবরীসহ নানা রঙের ফুল।
প্রকৃতি সতেজ হলেও সুন্দর হবে পৃথিবী। তাই লকডাউনের দিনগুলো থেকে শিক্ষা নিয়ে বাতাসে কার্বনডাইঅক্সাইড কমাতে উদ্যোগী হতে হবে সবাইকে।
করোনা পরিস্থিতিতে থমকে গেছে গোটা পৃথিবীই। মানুষ হারিয়েছে, কর্মচাঞ্চল্যতা। এই সময়ে সব রকমের দূষণ বন্ধ থাকায় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার দেখছেন নিঃস্বর্গপ্রেমীরা।
গাছ ও ফুল-পাখিঘেরা প্রাকৃতিক রূপ মুগ্ধ করে যে কাউকেই। সবকিছুকেই নিজস্ব গতিতে চলতে দিলে পূর্ণতা পাবে চারপাশ।