চুয়াডাঙ্গায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ১২:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাদিয়া খাতুনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে পৌর এলাকার সুমিরদিয়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সাদিয়া খাতুন আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হতো। এরই জের ধরে সোমবার রাতে স্ত্রী সাদিয়ার সাথে স্বামীর কথাকাটাকাটি শুরু হয়। এতে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে শয়ন কক্ষে স্ত্রী সাদিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।
(ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, YouTube, Threads এবং Instagram পেজ)