স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় করছেন প্রত্যাশীরা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
 - / ১৬০৮ বার পড়া হয়েছে
 
১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় করছেন প্রত্যাশীরা।
ঢাকার ৮টি কেন্দ্রে ও ২১ জেলায় চলবে ভ্যাকসিনেশন। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রাজধানীর প্রতিটি কেন্দ্রে ৫ হাজার টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২৫ টি করে বুথ থাকবে। প্রতিদিন টিকা দেয়া হবে ৪০ হাজার শিক্ষার্থীকে।
																			
																		














