স্কুল শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
প্রাথমিকভাবে ৩০ লাখ এবং পরে এক কোটি শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে থাকুক, সেই জন্য আজকে ফাইজার টিকা ট্রায়াল করা হল। অল্প দিনের মধ্যেই সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এই টিকা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে।