স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দিতে প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয় : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দিতে প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে তালিকা পাওয়া মাত্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। ইতোমধ্যেই ছয় কোটি মানুষকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। চলতি মাসে আরও তিন কোটি ডোজ টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পতন ঘটাতেই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। মন্দির ভাঙ্গা প্রধান উদ্দেশ্য নয় সরকারের অবস্থান নড়বড়ে করে দেয়াটাই তাদের লক্ষ্য। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।