স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত ২৫ আগস্টের পর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে স্কুল-কলেজ খোলার ব্যাপারে আগামী ২৫ আগস্টের পর সিদ্ধান্ত জানানো হবে। আর এইচএসসি পরীক্ষা গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ হয়নি।
তবে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত এলে পরীক্ষা গ্রহণের অন্তত দু’সপ্তাহ আগে সবাইকে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষা বিষয়ে ছড়িয়ে পড়া নানা বক্তব্যের প্রেক্ষিতে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সচিব বলেন, আপাতত ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তারপরের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। তবে এইচএসসি পরীক্ষা নেয়ার সকল প্রস্তুতি নেয়া আছে। তিনি আরও জানান, প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সেন্টার সংখ্যা বাড়িয়ে পরীক্ষা নেয়া হবে।























