শিক্ষার্থীদের পদচারণায় মুখর প্রিয় ক্যাম্পাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাসরুম। শিক্ষার্থীদের পদচারণায় মুখর প্রিয় ক্যাম্পাস। নগরীর বেশিরভাগ স্কুল-কলেজেই বিধি-নিষেধ মানতে তদারকি করছেন শিক্ষকরা।
করোনয় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় স্কুল-কলেজ। স্বাস্থ্য-বিধি মেনে রাজধানীর স্কুলগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছেন অভিভাবক।
লাইনে দাঁড়িয়ে, শরিরের তাপমাত্রা পরীক্ষার পর সেনিটাইজার ব্যবহার করে প্রবেশ করতে হচ্ছে প্রিয় বিদ্যালয়ে। ক্লাসে প্রবেশের পরও শিক্ষার্থীদের মানতে হচ্ছে নিদিষ্ট কিছু শর্ত। নিরাপদ দূরত্ব বজায় রেখে বসতে হচ্ছে ক্লাস রুমে। দেড় বছর পর বিদ্যালয়ে ফিরতে পেরে খুশি এবং প্রিয় সহপাঠীকে পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা।
মহামারি শেষে স্বাভাবিক ধারায় আবারও ফিরে আসবে শিক্ষাপ্রতিষ্ঠান এমনটাই প্রত্যাশা শিক্ষকদের।