‘স্কুইড গেম’ অভিনেতা ওহ ইয়ং-সু যৌন হেনস্থার ঘটনায় দোষী সাব্যস্ত
- আপডেট সময় : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
যৌন হেনস্থার ঘটনায় দোষী সাব্যস্ত হলেন নেটফ্লিক্স ওয়েব সিরিজের ‘স্কুইড গেম খ্যাত’ জনপ্রিয় অভিনেতা ওহ ইয়ং-সু। তাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ান আদালত।
ঘটনাটা ২০১৭ সালের। সেবছর এক মহিলাকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। অবশেষে দেশটির সুওন জেলা আদালতের রায়ে তিনি দোষী সাব্যস্ত হলেন। কারাদণ্ডের পাশাপাশি অভিনেতাকে ২ বছরের জন্য কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অভিনেতাকে ৪০ ঘণ্টার একটা যৌনশিক্ষার ক্লাসে উপস্থিত থাকার বাধ্যতামূলক রায় দিয়েছেন আদালত।
সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ ওহ ইয়ং সু-র বিরুদ্ধেই গিয়েছে। অভিনেতা ওহ ইয়ং-সু নির্দোষ এমনটা কোনোভাবেই আদালতে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তাঁর পক্ষের উকিল।
সুওন জেলা আদালত মারফত জানা যায়, ২০১৭ সালে থিয়েটার করতে এক গ্রামে গিয়েছিলেন ওই অভিনেতা। ওই এলাকারই দুটি পৃথক অনুষ্ঠানে গিয়ে একই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ ওঠে অভিনেতা ওহ ইয়ং-সু এর বিরুদ্ধে। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০২২ সালে ওহ ইয়ং-সুকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।
দক্ষিণ কোরিয়ান ‘স্কুইড গেম’ সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ওহ ইয়ং-সু কে। এদিকে ২০২২ সালে সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছিলেন এই ৭৯ বছর বয়সী অভিনেতা।