স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ ২৬
- আপডেট সময় : ০১:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ ২৬। বাংলাদেশ সময় রোববার বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এবারের সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশের সরকার ও রাষ্ট্র প্রধান। ২৫ হাজার প্রতিনিধি দলের সমন্বয়ে এই সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এদিকে কপ ২৬ এ অংশ নিতে গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সম্মেলনে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। এবারে জলবায়ু সম্মেলনের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা কতটা কাজ করবে।
শিল্প বিপ্লবের পর থেকেই দিনকে দিন উষ্ণতা বেড়ে চলেছে, সবুজ প্রাণ পৃথিবীতে। কলকারখানা, যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বৃদ্ধি পাচ্ছে, বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণও।
গেলো ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। এখন সারা বিশ্বের চিন্তা, উদ্বেগ এবং পরিকল্পনা এ শতাব্দীর শেষ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির এই ধারাকে, দেড় থেকে দুই ডিগ্রির মধ্যে আটকে রাখা।
এ লক্ষ্যকে সামনে নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হলো, বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ-২৬। এবারের সম্মেলনে সবচে গুরুত্ব দেয়া হচ্ছে ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়নকে। সেই সাথে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করার সাথে আলোচনা হবে তেল গ্যাসের পরিবর্তে ইলেকট্রিক বা ব্যাটার চালিত যানবাহন চালুর সিদ্ধান্ত নিয়েও।
এদিকে সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য ছাড়াও বেশ কয়েকটি বৈঠক এবং সরকার ও রাষ্ট্র প্রধানের সাথে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন বিভিন্ন পরিবেশ সংক্রান্ত ইস্যুতে।