সৌদির পুরুষ রোবটের মহিলা রিপোর্টারকে যৌন হেনস্তা
- আপডেট সময় : ১১:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ২৪৯৭ বার পড়া হয়েছে
যৌন হেনস্থায় অভিযুক্ত সৌদি আরবের পুরুষ রোবট! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। সৌদি আরবে তৈরি ওই পুরুষ রোবট লাইভ অনুষ্ঠানের মঞ্চে এক মহিলা সঞ্চালককে অশালীনভাবে স্পর্শ করেছে। ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। নেটিজেনরা রোবটের এমন আচরণে হতভম্ব হয়েছে।
সৌদি আরবের রিয়াদে ডিপফেস্ট অনুষ্ঠানে পুরুষ রোবটটির লঞ্চ অনুষ্ঠান ছিল। মেঘ আপডেট নামে একটি এক্স হ্যান্ডেল থেকে সেই রোবট লঞ্চিং অনুষ্ঠানের ভিডিও পোস্ট করা হয়। সেই ফুটেজে দেখা যায়, পুরুষ রোবটটি পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা রিপোর্টারের নিতম্বে অশালীনভাবে স্পর্শ করছে। লাইভ অনুষ্ঠানের মাঝে রোবটের এ হেন আচরণে স্তম্ভিত হয়ে পড়েন উপস্থিত সকলেই। অস্বস্তিবোধ শুরু হয় রিপোর্টারের। ঘটনাটির ভিডিওতে বেশ কয়েক লাখ ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেটি হু হু করে ছড়িয়ে পড়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল অনেক ডিজিটাল মাধ্যম।
এই ভিডিওতে একের পর এক কমেন্ট ধেয়ে আসছে নেটিজেনদের তরফ থেকে। রোবটের কাণ্ড দেখে কেউ লেখেন, ‘যৌন হেনস্তাকারী রোবট!’ কেউ বলেন, ‘ নঞ্ছাড় রোবট তৈরি করা হয়েছে।’ কারও মতে আবার, ‘এটি ওমানাইজার রোবট’। ‘পারভার্ট’ বলতেও ছাড়েননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এই রোবটটে কে বা কোন সংস্থা ট্রেনিং দিয়েছে তাকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন অনেকে। রোবটটি ম্যালফাংশনিং হয়নি তো? এমনটাই প্রশ্ন তুলেছেন আবার কেউ কেউ।
বিশ্বে রক্ষণশীল মুসলিম দেশ হিসেবেই পরিচিত সৌদি আরব। মধ্য প্রাচ্যের এই দেশে মহিলাদের আগে পর্দানসীন করেই রাখা হত। সেই কট্টরপন্থী দেশে মহিলাদের সঙ্গে এ হেন আচরণ, তাও আবার মানুষের তৈরি রোবটের? হতবাক হচ্ছে গোটা দুনিয়া। কেন প্রকাশ্যে মহিলার নিতম্বে স্পর্শ করল ওই পুরুষ রোবটটি? মানুষের ক্ষেত্রে এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে কড়া সাজার বিধান আছে সৌদিতে। তবে যে সাজা মানুষকে দেওয়া যায়, রোবটের ক্ষেত্রে তা কী সম্ভব! মহা সংকটে পড়েছে সৌদি আরব প্রশাসন।
ভিডিওর ফুটেজে দেখা গিয়েছে, আরবের ঐতিহ্যবাহী পোশাকে রয়েছে রোবটটি। তার পাশে আকাশি পোশাকে সঞ্চালনার দায়িত্বে এক মহিলা রিপোর্টার। অনুষ্ঠানের মাঝে আচমকা রোবটটি সামান্য মাথা নাড়িয়ে তারপর হাত বাড়িয়ে ওই মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শ করছে। প্রথমবার জনসমক্ষে আনার সময়ই এই অনুপযুক্ত আচরণ কেন? অবাঞ্ছিত এবং বিকৃতমনস্ক আচরণের কারণ কী? যন্ত্রমানব চলে কৃত্রিম বুদ্ধিমত্তায়। কাজেই সে বিকৃতমনস্ক কী ভাবে হবে? এবার প্রশ্ন উঠছে, তার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কে প্রশিক্ষণ দিয়েছে? প্রোগ্রামিংয়ে এত বড় ত্রুটি এল কী ভাবে? ব্যাকএন্ড ডেভেলপারদের রোবটটিকে নিখুঁত করতে অনেক পরিশ্রম প্রয়োজন বলে মনে করছেন সকলে।