সোমালিয়ায় জিম্মি নাবিকদের উদ্ধারে কাজ করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১৭০০ বার পড়া হয়েছে
সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজ মালিকের পাশাপাশি সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতীয় পণ্য বর্জনে বিএনপির একাত্মতা প্রকাশ প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। সভায় অংশ নেন চট্টগ্রামে সরকারি সেবা সংস্থা সমূহের প্রতিনিধিরা। এসময় উঠে আসে বে-টার্মিনাল থেকে নগরীর যানজট প্রসঙ্গ। আলোচনায় আগামী বর্ষায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষায় দ্রুত কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সম্প্রতি ভারতীয় পণ্য বর্জনে বিএনপির একাত্মতা ও সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ নিয়েও কথা বলেন মন্ত্রী।