সৈয়দপুর-কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমানের ফ্লাইট চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সৈয়দপুর-কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে।
দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই ফ্লাইটের উদ্বোধন করেন। এ উপলক্ষে সৈয়দপুর টার্মিনালে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূইয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার সৈয়দপুর ও কক্সবাজারের মধ্যে বিমানের এই ফ্লাইট চলাচল করবে।