নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো ‘দ্য বিউটি ইনোভেটরস অ্যাওয়ার্ড’। সেখানে ‘সেরা এস্থেটিশিয়ান’ হিসাবে পুরস্কৃত হয়েছেন গ্লো এস্থেটিকস বিউটি হাব’র ব্যবস্থাপনা পরিচালক আসমা খাতুন মিনা।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এই পুরস্কার বিতরণের দ্বিতীয় আসর। এছাড়াও এই জমকালো অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় সিনেমার তারকারা।
পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত আসমা খাতুন মিনা। তিনি বলেন, ‘অ্যাওয়ার্ড দিয়ে কখনো কারো যোগ্যতা বিবেচনা করা যায় না। তারপরেও আমাকে বছরের সেরা এস্থেটিশিয়ান হিসেবে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করায় এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনে এই অ্যাওয়ার্ডটি আমার কাজের অনুপ্রেরণা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে।’
এস এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে সারাদেশ থেকে রূপচর্চায় নিয়োজিত উদ্যোক্তাদের মিলনমেলা। এছাড়াও অ্যাওয়ার্ড শো-তে অংশ গ্রহণ করেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।