শেষ দুই দল হিসেবে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে নিশ্চিত করেছে বেলজিয়াম ও ইতালি। ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে বিশ্বরেংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। আর বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ইতালি। আইসল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড আর পোল্যান্ডের সাথে নেদারল্যান্ডস জিতলেও, শেষ চারে যেতে পারেনি এ দুই দল।
ঘরের মাঠে যেন হারতেই ভুলে গেছে বেলজিয়াম। ঘরের দূর্গে টানা ২৯ ম্যাচ অপরাজিত বিশ্ব রেংকিংয়ের শীর্ষ দলটি। শেষ হারটা এক দশক আগে জার্মানির কাছে। এবার নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতেও গোল বন্যায় রুপ দিয়েছে রেড ডেভিলরা। ড্যানিশদের উড়িয়ে দিয়েছে ৪-২ গোলে।
গোল উৎসবের শুরুটা ম্যাচের তিন মিনিটে। ইয়োরি তিয়েলেমানসের কল্যাণে। সমতায় ফিরতেও সময় নেয়নি ডেনমার্ক। জোনাস উইন্ড হেডে লড়াইয়ে ফেরে ড্যানিশরা। এরপর শুধুই লুকাকু শো। গোল মেশিন রোমেলু লুকাকু ৫৬ আর ৬৯ মিনিটে করেছেন জোড়া গোল। শেষ ১৪ ম্যাচে ১৭ গোল জানান দিচ্ছে ফর্মের তুঙ্গে বেলজিয়ান স্ট্রাইকার।
শেষটায় অবদান কেভিন ডি ব্রুইনার। যদিও তার আগের মিনিটে নাসের চাডলির আত্মঘাতি গোলে ব্যবধান কমায় ডেনমার্ক।ইংল্যান্ডকে বিদায় করায় বেলজিয়ামের গ্রুপ সমীকরণ ছিলো সহজ। কিন্তু লিগ ওয়ানের গ্রুপ এতে হয়েছে জমজমাট লড়াই। জিতেও বাদ পড়েছে নেদারল্যান্ডস। বসনিয়ার বিপক্ষে ইতালির হারলে শেষচারে যেতে পারতো ডাচরা। কিন্তু সেটা আর হয়নি।
হারলে বিদায় আর জিতলে নিশ্চিত শেষ চার এম সমীকরণ নিয়ে মাঠে শুরু থেকে আক্রমনাত্মক ইতালি। যদিও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গোলে অপেক্ষা ২২ মিনিটের। আন্দ্রেয়া বেলোত্তি এগিয়ে নেন দলকে। বিরতির পর সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের স্কোর হয় ডাবল। ডমেনিকো বেরার্দি’র গোলে। আর তাতেই নিশ্চিত হয় ২-০ গোলের জয়।
টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি দ্বিতীয় চেষ্টায় প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। আর দ্বিতীয় স্তরে নেমে গেছে বসনিয়া।