সেভেরোদোনেৎস্কে, ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। অ্যাজত রাসায়নিক কারখানায় আটকে পড়াদের সরে যেতে মানবিক করিডোর দেয়ার কথাও বলেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারখানায় আশ্রয় নেয়া সেনাদের অস্ত্র সমর্পণের প্রস্তাব দেয়া হয়েছে। আজ পাওয়া যাবে এ সুযোগ। বেরিয়ে যেতে পারবে আটকে পড়া বেসামরিকরাও। রুশ সেনা ও লুহানস্কের স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিচালনা করবে উদ্ধার অভিযান। তাদের এসভাতোভো শহরে নেয়া হতে পারে বলেও জানানো হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের কেন্দ্র সেভেরোদোনেৎস্কের প্রায় পুরোটাই এখন রুশ বাহিনীর দখলে। অ্যাজত কারখানা থেকে কিছুটা প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা।