সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫০২ বার পড়া হয়েছে
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা—আইসিসি।
ছেলেদের বিভাগে তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাকি দুজন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে এবং যুক্তরাস্ট্রের হার্ড হিটার ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন নাসুম। বাঁহাতি স্পিনে ওভারপ্রতি ৪.৭৮ রান দিয়ে উইকেট নেন তিনি ৮টি, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়ে গড়েন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জায়গা পেলেন মাস সেরার সংক্ষিপ্ত তালিকায়। ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তিন জনের একজন। পরের সপ্তাহে ঘোষণা করা হয়ে মাস সেরা খেলোয়াড়ের নাম।