সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত আত্মঘাতী হবে : টোয়াব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার সিদ্ধান্ত আত্মঘাতী হবে বলে মনে করছে ট্যুর অপারেটরদের সংগঠন- টোয়াব। দুপুরে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের নেতারা। পর্যটন শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।
সেন্টমার্টিন যাওয়ার বিভিন্ন ধরনের ফি ও রেজিস্ট্রেশন জটিলতা দূর করার দাবি জানান টোয়াব নেতারা। পরিবেশ রক্ষার নামে পর্যটক নিয়ন্ত্রণকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। এই শিল্পে জড়িত ১০ লাখ মানুষ হুমকির মুখে পড়বে বলেও মনে করেন তারা। পরিবেশ রক্ষায় ১৩ জুন আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সেন্টমার্টিনকে বিকশিত করার দাবি জানান, সংগঠনের সভাপতি।