সেনাবাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
জনগণের যে আস্থা ও বিশ্বাস সরকার অর্জন করেছে তা ধরে রাখতে সেনাবাহিনীর সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায় বলেও জানান তিনি। প্রযুক্তির পাশাপাশি সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সকালে সেনানিবাসে ‘সেনা সদর নির্বাচনী পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।
সেনাবাহিনী সদর দপ্তরের কনফারেন্স হলে ‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় দিনব্যাপী এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেঃ কর্নেল পদবীর যোগ্য অফিসাররা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সর্বোত্তম রক্ষার অতন্দ্রপ্রহরী সেনাবাহিনীকে আধুনিকায়ন করে আরো শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর।
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য অনেক বিরাট বোঝা জানিয়ে সরকার প্রধান বলেন, রোহিঙ্গারা ফিরে গেলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সাশ্রয় করতে পারবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারসহ আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
একইসাথে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দেন শেখ হাসিনা।
হেদায়েত উল্যাহ সীমান্ত