সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন : সভাপতি ফখর উদ্দিন,সেক্রেটারি মনোয়ারুল হক
- আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০১ বার পড়া হয়েছে
সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি ফখর উদ্দিন,সেক্রেটারি মনোয়ারুল হক কে সেনবাগ উপজেলা জাতীয় পার্টি সভাপতি জনাব হাসান মঞ্জুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের পূর্ববর্তী কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক সভায় আগামী ২ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে উপস্থিত সদস্যদের পারস্পরিক প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার নোয়াখালী ব্যুরো চিফ মো. ফখর উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক গণবার্তা পত্রিকার সেনবাগ উপজেলা প্রতিনিধি মো. মনোয়ারুল হক।
সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার সেনবাগ প্রতিনিধি মুহা. ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,সহ সভাপতি দৈনিক সমকাল পত্রিকার সেনবাগ প্রতিনিধি ফিরোজ আলম রিগান,যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার সেনবাগ প্রতিনিধি মো. আমির হোসেন লিটন,সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার সেনবাগ প্রতিনিধি নিজাম উদ্দিন খন্দকার,নির্বাহী সদস্য দৈনিক জাতীয় নিশান পত্রিকার স্টাফ রিপোর্টার শাখাওয়াত উল্যাহ মজুমদার টিপু,সদস্য হিসেবে রয়েছেন দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সেনবাগ প্রতিনিধি আবদুল আহাদ শামীম সহ প্রমুখ।