সুষ্ঠু নির্বাচনে ইসি কি কি পদক্ষেপ নিয়েছে, জানতে চেয়েছে জাপান
- আপডেট সময় : ০৭:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনে ইসি কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে জাপান। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আর, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনকালীন রোডম্যাপ সম্পর্কে অবহিত করা হয়েছে জাপানী রাষ্ট্রদূতকে। পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে জাপান আগ্রহী হলে স্বাগত জানাবে ইসি। এসময় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, এ আসনে ভোট হবে ব্যালটে।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করতে আসেন, ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সাক্ষাৎ শেষে জাপানী রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, জাপান নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী হলে স্বাগত জানাবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার ভোট পর্যবেক্ষণের আহবান জানিয়েছেন বলেও জানান ইসি সচিব। এসময় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি জানান, ১৭ জুলাই ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ১৫ জুন।