সুষ্ঠু নির্বাচনের পথে কোনো কিছুই বাধা হতে পারবে না: সিইসি
- আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
যত চ্যালেঞ্জ আসুক না কেন, সুষ্ঠু নির্বাচনের পথে কোনো কিছুই বাধা হতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যেকোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং সে কাজে জনগন এবং রাজনৈতিক দলগুলোর সহায়তা চান তিনি। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের জন্য অপেক্ষা করবেন সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশন। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন সিইসিসহ নতুন চার কমিশনার।
ঘড়ির কাটায় বেলা ১টা ২০ মিনিট। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে আসেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সিইসি ছাড়াও প্রধান বিচারপতির কাছে শপথ নিতে সুপ্রিমকোর্টে আসেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ চার নির্বাচন কমিশনার।
মিনিট দশেক বাদেই সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। প্রথমেই শপথ নেন সিইসি।
শপথের পর নিরপেক্ষতা ও গোপনীয়তার অঙ্গীকারনামায় সাক্ষর করেন এ এম এম নাসির উদ্দিন।
এরপর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ চার কমিশনার শপথ নেন। হয় স্বাক্ষরের আনুষ্ঠানিকতা।
শপথ শেষে জাজেজ লাউঞ্জের প্রবেশমুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রধান নির্বাচন কমিশনার। বলেন, যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন।
সুষ্ঠু নির্বাচনে আয়োজনে দলমত নির্বিশেষে সবার সহযোগীতা চান তিনি।
নির্বাচন কমিশন সংস্কার কমিটির সুপারিশ গ্রহণ করা হবে বলেও জানান এ এম এম নাসির উদ্দিন।
এদিন নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয় সুপ্রিমকোর্ট চত্বর।