সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিকেলে কুসিক নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এই দাবী করেন। এসময় সিইসি আরো বলেন, ইভিএমের মাধ্যমে ক্রুটিমুক্ত ভোট অনুষ্ঠিত হয়েছে। এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬০ শতাংশ। বৈরী আবহাওয়ার মাঝে এই ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে প্রথমবারের সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ইসি কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রে সতর্ক নজরদারি ছিলও বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।