সুষ্ঠু ও নিরপেক্ষতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উদাহরণের মডেল তৈরি হবে বলেছেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এ মন্তব্য করেন। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর দেরকে ও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সময় তিনি আরো বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ফেসবুকে দেশবিরোধী সমালোচনা করছে একটি চক। জনগণকে সাথে নিয়ে এসব অপশক্তিকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে না উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাসে লিপ্ত হয়ে মামলা জড়িয়েছে তাদেরকে আইনের আওতায় নেয়া হচ্ছে।