সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে বিদেশিরা : আমির খসরু
- আপডেট সময় : ০১:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশিরা উদ্বেগ প্রকাশ করছে। সেসব বিষয়গুলো নিয়েই জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে আলোচনা হয়েছে।
রাজধানীর গুলশান দলের চেয়ারপার্সনের কার্যালয়ের বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই বৈঠকে উপস্থিত ছিলেন।
ঘন্টা ব্যাপী বৈঠকে শেষে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে জাপানি রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর গতকালের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া দেন তিনি।