সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
 - / ১৫৯৩ বার পড়া হয়েছে
 
ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১২ ঘণ্টা পর টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের প্রশংসা করে ২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় রিপাবলিকান এই প্রেসিডেন্ট দাঙ্গাকারীদের হামলাকে ‘বর্বরোচিত হামলা’ বলে মন্তব্য করেন। মার্কিন কংগ্রেসে ব্যাপক ভাংচুর এবং বিশ্বনেতাদের নিন্দার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অঙ্গীকার করলেন। তিনি এমন এক সময়ে এই কথা বললেন যখন শীর্ষ ডেমোক্রেটিক নেতারা তাকে প্রেসিডেন্ট অফিস থেকে এখনই সরে যেতে বলেছেন। যদিও আর ১৩ দিন পর তার এমনিতেই পদ থেকে সরে দাঁড়ানোর কথা রয়েছে।
																			
																		















