সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রে ভোট পুনর্গণনার বিধান নেই : রুহুল কুদ্দুস কাজল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
 - / ১৬৩৭ বার পড়া হয়েছে
 
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রে ভোট পুনর্গণনার বিধান নেই বলে দাবি করেছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল দলের এই সম্পাদক প্রার্থী অভিযোগ করেন, জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নির্বাচন উপ-পরিচালনা কমিটির প্রধান এ ওয়াই মশিউজ্জমানের সঙ্গে তরুণ আইনজীবীদের দুর্ব্যবহার দু:খজনক এবং অনাকাঙ্খিত। শারীরিক অসুস্থতা ও ছুটির দিন থাকায় ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে বলেও জানান তিনি। তবে, ভোট নিয়ে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের সম্পাদক প্রার্থী আবদুন নুর দুলাল। এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে যায়। গেল মঙ্গল ও বুধবার আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিয়েছেন ৫ হাজার ৫’শ ৯১ জন।
																			
																		















