সুপার সানডের রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো না কোন দল
- আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সুপার সানডের রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো না কোন দল। ইতিহাদ স্টেডিয়ামের হাইভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে হেরেছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার কাছে ৩-০ গোলের হার গানারদের। এদিকে, আলাদা লিগে হোচট খেয়েছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। ভ্যালেন্সিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে রিয়াল আর লাৎসিও’র সঙ্গে ১-১ গোলে করেছে জুভেন্টাস।
এস্তাদিও মেস্তালা স্টেডিয়াম যেন হতাশার নাম রিয়াল মাদ্রিদের কাছে। ভ্যালেন্সিয়ার মাঠে শেষ ৬ বারের পাঁচবারই হেরেছে গ্যালাক্টিকোরা। এবার আরও একবার ভ্যালেন্সিয়ার মাঠে ধরাশয়ী রিয়াল। ৪-১ গোলে।
রিয়াল বধের নায়ক ভ্যালেন্সিয়ার কার্লোস সোলার। লা লিগার ইতিহাসে ৩য় ফুটবলার হিসেবে এক ম্যাচে ৩ গোল করেছেন পেনাল্টি থেকে।
লুকাস ভাসকেসের ফাউলে শুরু। মাঝে সার্জিও রামোসের হাতে বল লাগায় আর শেষবার মার্সেলো ফাউলে তিন তিন পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া।
অগোছালো সেই রিয়াল রক্ষণ যেন পাহাড়সমান চাপে বিধ্বস্ত। মাঝে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে রক্ষণ ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয় এদিন।
রিয়াল মাদ্রিদের সফলতা কেবল করিম বেনজেমার এই গোল। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট জিদান দলের; লিগে দেখলো ২য় হার।
এদিকে, ইপিএলের বিগ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। পেনাল্টিতে অবশ্য আগে লিড নেয় লিভারপুল। ১৩ মিনিটে লক্ষ্যভেদ মোহাম্মেদ সালাহর। যা মৌসুমে এই ফুটবলারের ৮ম গোল।
৩১ মিনিটে ম্যাচে ফেরে সমতা। গ্যাব্রিয়েল জেসুসের কল্যাণে।
পূর্ন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ পেয়েছিলো ম্যান সিটি। কিন্তু পারেননি। ৪ বছর পর অতীত টেনে আনলেন ড ব্রুইনা।মাঝের সময়টায় কোন পেনাল্টি মিস করেননি তিনি।
তবে, হেরেছে আর্সেনাল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলা কাছে ৩-০ গোলে হেরেছে গারাররা।
যেখানে জয়ের নায়ক ওলি ওয়াটকিন্স। এক আত্মঘাতী গোলের বিপরীতে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। তাতে পূর্ন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অ্যাস্টন ভিলা।