সুপার সাইক্লোনে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোখা
- আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ঝড় মোকাবিলা সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ।
আশঙ্কা করা হচ্ছে, তীব্র গতি নিয়ে ঘূর্ণিঝড়ে ‘মোখা’ রবিবার চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অফিস বলছে, এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলা সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের জন্য নগদ ২০ লাখ টাকা, চাল এবং শুকনা খাবার পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে।