সুন্দরবনের গাছ কেটে বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড
- আপডেট সময় : ১১:২৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
খুলনার উপকূলীয় সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় চর বনায়নের গাছ কেটে টেকসই বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।স্থানীয়রা বলছেন,ঝড়,জলোচ্ছ্বাস,নদী ভাঙ্গন ও ছোট বড় দুর্যোগের প্রাচীর হিসেবে লোকালয়কে রক্ষা করেছে গাছগুলো।আর পরিবেশ আন্দোলনকারীরা বলছেন,টেকসই বাঁধ নির্মাণের দোহাই দিয়ে গাছ কেটে ওই এলাকাকে ঝুঁকির দিকে ঠেলে দেয়া হচ্ছে।
খুলনার কয়রা উপজেলায় টেকসই বাঁধ নির্মাণের দোহাই দিয়ে ইতিমধ্যেই ৩০ হাজার গাছ কেটে ফেলছে পানি উন্নয়ন বোর্ড।আরও ৪ কিলোমিটার চড়ের গাছ কাটার প্রস্তুতি চলছে।এতে নদীর চরে ছোট ছোট এই সুন্দরবন এখন ধ্বংসের পথে।ছোট বড় প্রাকৃতিক দুর্যোগের প্রাচীর হিসেবে লোকালয়কে রক্ষা করেছে যে গাছগুলো,এখন তা কাটা পরেছে এ নিয়ে শংকিত আছে এলাকাবাসী।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন,সামাজিক বনায়নের গাছ নয়,তাদের বেড়িবাঁধের উপরে যে গাছ হয়েছিল তা কাটা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দুটোই প্রয়োজন।আর এই দুটোকে সমন্বয় করে টেকসই উন্নয়ন করতে না পারলে সেটা আত্মঘাতী হবে বলে মনে করছেন এই পরিবেশ আন্দোলনকারী নেতা।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন,বেড়িবাঁধের কাজের স্বার্থেই তাদের গাছগুলো কাটতে হচ্ছে। তবে সামাজিক বন বিভাগ বলছেন,বাঁধ নির্মাণ শেষে আবার চর বনায়ন করা হবে।