সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে মাঠে বিমানবাহিনী
- আপডেট সময় : ০৬:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৬৮১ বার পড়া হয়েছে
সুন্দরবনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল। হেলিকপ্টারে থেকে পানি ছিটাতে শুরু করেছে। গঠিত তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমানবাহিনী।
পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ সহযোগিতা করছে বন বিভাগ, স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন।
আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে বলে জানান মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনও বলেন, ভোলা নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে। নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে। বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন হয়েছে। শনিবার রাতে বনে আগুন লাগে। ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করতে মাঠে নামে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদল। পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি আলাদা দল।