সুদান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেয়ার আশা করছে খার্তুমে বাংলাদেশ দূতাবাস
- আপডেট সময় : ০৭:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মে মাসের প্রথম দিকে সুদান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেয়ার আশা করছে খার্তুমে বাংলাদেশ দূতাবাস। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, এজন্য প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এই বার্তা খার্তুমে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার করছে বাংলাদেশ দূতাবাস।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে, কীভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সশস্ত্র সংঘাতে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এই সংঘাতের কারণে দেশটিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা আটকা পড়েছেন।
এদিকে..তিন দিনের অস্ত্রবিরতি সত্ত্বেও সুদানের রাজধানী খার্তুম ও পার্শ্ববর্তী শহরে বিক্ষিপ্ত গোলাবর্ষণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। ক্ষমতার দ্বন্দ্বে দেশটির সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলা লড়াই ১১ দিনে গড়িয়েছে। রাস্তায় রাস্তায় মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে আছে। অসুস্থ লোকজন ওষুধ পাচ্ছেন না।