সুইস ব্যাংকে অর্থ পাচারের প্রতিবেদনের ব্যাখা দিতে আদালতে বিএফআইইউ’ প্রধান
- আপডেট সময় : ০৩:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থপাচার সংক্রান্ত তথ্য দাখিলের ব্যাখ্যা দিয়েছেন বিএফআইইউ’ প্রধান মাসুদ বিশ্বাস। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় তিনি আদালতের কাছ ক্ষমা প্রার্থনা চেয়েছেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির সময় ক্ষমা চান বিএফআইইউ’ প্রধান। পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে ২৬ অক্টোবর দিন ঠিক করে দিয়েছে আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকে অর্থপাচার সংক্রান্ত তথ্য জমা দেয়ায় মাসুদ বিশ্বাসকে তলব করে হাইকোর্ট। সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমা করা বাংলাদেশিদের বিষয়ে সরকার কোনো তথ্য চাওয়া হয়নি বলে সম্প্রতি জানায় দেশটির রাষ্ট্রদূত জানান। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর পক্ষ থেকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সংক্রান্ত তথ্য প্রতিবেদন আকারে জমা দেয়া হয়। দাখিল করা কাগজপত্রে কারও নাম, সিল ও পদবি উল্লেখ না থাকায় বিএফআইইউ প্রধানকে তলব করে হাইকোর্ট।


















