সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর প্রতিটি থানার কার্যক্রম
- আপডেট সময় : ০৪:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ভীতি কাটিয়ে উঠতে শুরু করেছে পুলিশ । সীমিত পরিসরে শুরু হয়েছে রাজধানীর প্রতিটি থানার কার্যক্রম। থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনা বাহিনী ও আনসার সদস্যরা। পুলিশ জানায়, প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেয়ার কাজ শুরু করেছে তারা।
সেনা সদস্যদের পাহারায় চলছে রাজধানীর থানাগুলো। রাজধানীর প্রায় সব থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কর্যক্রম। তবে এখনো ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেনি পুলিশ সদস্যরা। মিরপুর পল্লবী থানায় দেখাগেছে ইউনিফর্ম ছাড়াই ডিউটি করছেন তারা। বনানী থানায় চলছে যথারিতি অফিসিয়াল কার্যক্রম। নেয়া হচ্ছে সাধারণ ডায়েরি ও মামলা।
ভাটারা থানা পুরপুরি পুড়ে যাওয়ায় গুলশানে নতুন ভবনে অস্থায়ী ভাবে চলছে সেবা দান কার্যক্রম। তবে জিডি ও মামলা ছাড়া থানার অন্য কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। এরই মধ্যে থানার সেবা নিতেও শুরু করেছে নগরবাসি। পুলিশ সাধারণ মানুষের শক্রু নয় বন্ধু। তাই পুলিশের উপর আস্থা রাখার অনুরোধ জানান পুলিশ সদস্যরা। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে জনগণের আবারো আস্থা অর্জন করতে চায় পুলিশ।