সীমান্ত হত্যা বন্ধে ভারত বাংলাদেশ বেশ আন্তরিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বলেছেন, সীমান্তে কোন অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে অটল রয়েছে দুদেশ। তারপরও যে কোন দুর্ঘটনার পর দু’পক্ষ বসে সমঝোতা করার পক্ষে মত দেন তিনি। মঙ্গলবার কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় রেব-১৩ উদ্দোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অহেতুক কারনে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হয়নি। তারা হামলা, অগ্নি সংযোগসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিলো বলেই মামলা হয়েছে। তার রায় দেয়া হয়েছে।