সীমান্ত হত্যা দু’দেশের জন্যই দু:খজনক : ভারতীয় হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
হামলার আশঙ্কা না থাকলে গুলি থেকে বিরত থাকতে বিএসএফকে নির্দেশনা দেয়া আছে বলে জানালেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সকালে দিনাজপুরে ভারতীয় অর্থায়নে নির্মিত শ্রী-শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সীমান্তে হত্যা হোক তা কেউ চান না উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্ত হত্যা দু’দেশের জন্যই দুঃখজনক।
পরিসংখ্যান বিবেচনায়, যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমে গেছে বলেও দাবি করেন তিনি। এর আগে এক সুধী সমাবেশে যোগ দেন ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী।