সীমান্ত থেকে ৪৩ পিস স্বর্ণবার উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
গতরাতে শার্শা অগ্রভূলোট সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তির গতি রোধ করা হয়। এসময় তাদের মধ্যে থেকে একজনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপদিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়।এসময় চোরাকারবারিদের ফলে যাওয়া স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা।