সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনতে যৌথ ভাবে কাজ করছে বিজিবি-বিএসএফ
- আপডেট সময় : ০৩:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৬২৪ বার পড়া হয়েছে
অনাকাঙ্ক্ষিত হত্যাসহ সীমান্ত অপরাধ বন্ধে বিজিবি-বিএসএফ যৌথ টহল জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক নীতিন আগারওয়াল। রাজধানীর পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনের সমাপনী দিনে তিনি একথা জানান। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে যৌথ ভাবে কাজ করছে বিজিবি-বিএসএফ।
সীমান্তে হত্যার প্রসঙ্গ আসলেই চোখে ভাসে কাটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর লাশ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গেল ৭ বছরে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে ২শ’র বেশি বাংলাদেশী। উদ্বেগজনক এমন পরিস্থিতিতে বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে হত্যা করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন, অ্যাকশন হয় না কেন প্রশ্ন তুলেছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন বাস্তবতায় মহাপরিচালক পর্যায়ের ৫৪ তম সীমান্ত সম্মেলনের সমাপনী দিনে বিএসএফ মহাপরিচালকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ওই প্রশ্নের প্রতিক্রিয়া জানতে চায় এসএ টিভি।
তবে বিষয়টি জানা নেই জানিয়ে মন্তব্য করার বিষয়ে অপারগতা প্রকাশ করেন নীতিন আগারওয়াল। পাশপাশি বিএসএফ সেনাদের হতাহতের তথ্য তুলে ধরে সীমান্ত সংকট সমাধানে করণীয় সম্পর্কে জানান বিএসএফ মহাপরিচালক। সীমান্তে হত্যাগুলো টার্গেট কিলিং নয় ভুলবোঝাবুঝি র পরিনতি বলে মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক। এর আগে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিনব্যাপী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিকতা। দ্বিপাক্ষিক বন্ধুত্ব দুদেশের সীমান্তে আস্থার পরিবেশ তৈরী করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিজিবি বিএসএফের কর্মকর্তারা।