চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভক্তদের সহযোগিতার আহবান জানিয়েছেন মাশরাফি, মুশফিক, তামিম, তাসকিন ও লিটন দাসরা। নিহতদের রূহের মাগফিরাত কামনা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তোজা। সবাইকে আহবান জানিয়েছেন রক্তদানের মাধ্যমে আহতদের সাহায্য করতে। উদ্ধার অভিযানে সব সেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন তাসকিন আহমেদ। অগ্নিকাণ্ডে মর্মাহত তামিম, মুশফিক লিটন, হতাহতদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।