সি-স্যুট অ্যাওয়ার্ড দ্বারা বর্ষসেরার সম্মাননা পেলেন দারাজের সিসিএও এবং সিওও
- আপডেট সময় : ০৩:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ সি- স্যুট অ্যাওয়ার্ড ২০২৩ দ্বারা এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, দারাজের সিসিএও-কে বর্ষসেরা চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং খন্দকার তাসফিন আলম, দারাজের সিওওকে বর্ষসেরা চীফ অপারেটিং অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দ্বিতীয় বারের মত এই অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কর্পোরেট জগতে মার্কেট প্লেয়ারদের অসামান্য অবদানকে উদযাপন করা।
ব্যবসায়ের মাধ্যেম সমাজের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করে দারাজ। এ উদ্দীপনাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানটি অবিরাম কাজ করে যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জীবনমান উন্নত করার লক্ষ্যে। একই প্রচেষ্টাকে অব্যাহত রেখে, এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো রেগুলেটর ও গ্রাহকদের আস্থা পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
এরই সাথে তিনি ইকোসিস্টেমের সংস্কার করেছেন ক্রস-বর্ডার ট্রেড, কুরিয়ার সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম সম্পর্কিত লাইসেন্স ও পলিসি স্ট্রিমলাইনের মাধ্যমে। ২০১০ সাল থেকে বৈচিত্র্যময় রেগুলেটরি পরিবেশে টেলকো থেকে ই-কমার্স ইন্ডাস্ট্রি এবং রেগুলেটরি থেকে সরকারি সংস্থায় তার সুনিপুণ দক্ষতারও দেখা মিলে।
একই সাথে সমৃদ্ধির আলোকবর্তিকা বহন করে, খন্দকার তাসফিন আলম বাংলাদেশের লজিস্টিক সেক্টরকে রুপান্তরিত করছেন। তার দক্ষতার প্রতিফলন দেশের ই-কমার্স খাতে প্রবৃদ্ধির সাথে এর অপারেশনাল কার্যকারিতাকেও বৃদ্ধি করছে। অত্যাধুনিক প্রযুক্তির প্রবর্তন, শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং পেমেন্ট সিস্টেমে বিপ্লব ঘটিয়ে তিনি ছোট ব্যবসাগুলোকে তাদের বাজারের নাগাল ও সমৃদ্ধি প্রসারিত করতে সাহায্য করেছেন। এর পূর্বে, খন্দকার তাসফিন আলম বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি টেলিকম অপারেটরের পাশাপাশি ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে টেলিকম শিল্পেও কাজ করেছেন।
তাদের দক্ষ নেতৃত্বে দারাজ দেশের অন্যতম সেরা ই-কমার্স প্লাটফর্ম হিসেবে বিকশিত হচ্ছে। এরই সাথে প্রতিষ্ঠিত হচ্ছে একটি টেকশই ই-কমার্স ইকোসিস্টেম হিসেবে। এ সম্মানিত স্বীকৃতির জন্য তারা সংশ্লিষ্ট সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করছেন এটি ই-কমার্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রচেষ্টাকে বৃদ্ধি করবে।