সিলেট সিটি নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
সিলেট সিটি নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এরা জামানত হারাচ্ছেন।
জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান-হাতপাখা, আব্দুল হানিফ কুটু-ঘোড়া, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন-ক্রিকেট ব্যাট, জহিরুল আলম-গোলাপ ফুল ও হরিণ মার্কার মোশতাক আহমেদ রউফ মোস্তফা। এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ফলাফল ঘোষণা করা হয় রাতে। ঘোষিত ফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন।