সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি
- আপডেট সময় : ০১:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৮১০ বার পড়া হয়েছে
সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এবারই প্রথমবার একযোগে ইভিএমে ভোটগ্রহণ হবে।
সকাল থেকে চলছে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কাজ। কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা সরঞ্জাম বুঝে নিচ্ছেন। আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্স থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। আর সিসি ক্যামেরা লাগানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।তবে, টানা ছয়দিন ধরে সিলেটের ভারী বৃষ্টিপাতে নগরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কয়েকটি ভোটকেন্দ্রের ভেতরে পানি ঢুকে পড়েছে। আরও কয়েকটি ভোটকেন্দ্রের মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি অব্যাহত থাকায় আরও কয়েকটি কেন্দ্র তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সিসিক নির্বাচনের ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৮টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ভোটের দিন শুধু পুলিশই থাকবে ২ হাজার ৬ শতাধিক। এছাড়া নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী পুলিশের সহায়তায় মোতায়েন থাকবে রেব ও বিজিবি। সিলেট সিটি করপোরেশনে ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।