সিলেট মহানগরীকে একটি স্মার্ট সিটি গঠন করবেন নব-নির্বাচিত মেয়র
- আপডেট সময় : ১০:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রতিশ্রুতির ফুলঝুরি আর হাজার কোটি টাকার বাজেট ঘোষণাই নয়, তা বাস্তবায়ন করে সিলেট মহানগরীকে একটি স্মার্ট সিটি গঠন করবেন নব-নির্বাচিত মেয়র- এমন প্রত্যাশা সিলেটবাসীর। সিলেটের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্ধিত ওয়ার্ডগুলোতে সিটির সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা। পর্যটন ও ব্যবসা বান্ধব শহর গড়ে তুলতে মেয়রের প্রতি আহবান জানান ব্যবসায়ীরা।
সুরমা নদীর তীরে অবস্থিত দুটি পাতার একটি কুড়ির শহর সিলেট। শাহাজালাল শাহ পরানসহ অসংখ্য পীর আউলিয়ার মাজার ও প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভুমি হওয়ায় পুরো দেশের মানুষে কাছে পুণ্যভুমি সিলেটের গুরুত্বও অনেক।
বিগত মেয়রদের আমলে কেমন উন্নয়ন হয়েছে এমন প্রশ্ন ছিল সাধারন মানুষের কাছে। গত ৪ মেয়রদের আমলে অনেক উন্নয়ন হলেও নবনির্বাচিত মেয়রের কাছে প্রত্যাশা অনেক।
একটি আধুনিক ও ব্যবসা বান্ধব শহর উপহার দেবেন নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এমন প্রত্যাশা সিলেটের ব্যবসায়ীদের। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ১০ লাখ মানুষের বসবাস।