সিলেটে শ্রম আদালত এবং স্টেক হোল্ডারদের আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
সিলেটে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার বিধি বিধান প্রয়োগে শ্রম আদালত এবং স্টেক হোল্ডারদের ভূমিকা সংক্রান্ত আলোচনা, সমস্যা সমূহ চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে করণীয় শীর্ষক কর্মশালা হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রম আদালত সিলেটের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু।তিনি বলেন, লাইসেন্স সংগ্রহ করতে গিয়ে যাতে মালিকরা হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে শামসুল আলম পান্থ বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত প্রতিষ্ঠানসহ সকল স্টার মানে হোটেল রেস্টুরেন্টে কর্মরত নিরাপত্তা বহর থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সকলেই বিনামূল্যে থাকা খাওয়া ইনসেটিভ ও সার্ভিস চার্জ সহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। আন্তর্জাতিক মানদন্ডে প্রফেশনাল অটালিয়ান দ্বারা পরিচালিত গ্রান্ড প্যালেস হোটেল ও গ্র্যান্ড ক্লাবসহ যেকোনো স্টার মানের হোটেল মোটেল ও রেস্টুরেন্ট সমূহকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আওতা বহির্ভূত নয়। এছাড়া পর্যটন শিল্পের বিকাশে ফাইভ স্টার মানে হোটেল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রম পরিদর্শকদের অবৈধ কর্মকান্ড থেকে নিভৃত রাখা প্রয়োজন । কর্মশালায় সিলেট চেম্বার সভাপতি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের রওশানুজ্জামান সিদ্দিকী অ্যাডিশনাল ডিআইজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।