সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৬২৭ বার পড়া হয়েছে
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন এবং পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি চালিত অটোরিক্সা খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।
গেলরাতে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয় ।পুলিশ জানায়, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে আদিল ও জাকারিয়া এবং রাত ৩ টার দিকে সিলেটের ওসমানী হাসপাতালে মারা যায় মিলন।
এদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সা মহাসড়কের খাদে পড়ে দুইজনের মৃত্যু। এঘটনায় গুরুতর আহত হন চালকসহ ৪জন। সকালে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, অটোরিকশা চালক আমতলী চৌরাস্তা থেকে ৫ যাত্রী নিয়ে কলাপাড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।